Top today
আলটিমেড গোল
ঠিক তখন দুপুর বারটা
পিচ ঢালা রাস্তা দিয়ে হেটে যাচ্ছি
মাথার উপর গনগনে সূর্য।
আশেপাশে কেউ নেই
শুধু আমি একা
মৃদু বাতাসে দোলতেছিল গাছের পাতা।
আকাশে মেঘ ছিল না
ধবধবে নীল আকাশ,
একটি গাছের ডালে বসেছিল
কয়েকজোড়া কাক।
প্রকতির এমন শত শত আয়োজনের মধ্যে
আমার পথ চলা,
অজস্র স্বপ্নের মধ্যে সবচেয়ে বড় সত্য মনে হয়
ডেথ ইস আওয়ার আলটিমেড গোল।