Top today
অপেক্ষিত
অপেক্ষিত
কে গো তুমি অবেলায়
বসে আছ জানালায়;
তুমি কি গো তবে হায়
আছ কারও অপেক্ষায়?
বসে আছ জানালায়;
তুমি কি গো তবে হায়
আছ কারও অপেক্ষায়?
নিষ্পলক আঁখি মেলে
আশার প্রদীপ জ্বেলে
চেয়ে আছ দূরপানে
একি গো প্রেমের টানে?
চোখ দুটো জলে ভেজা
বুঝা তো বড়ই সোজা;
কেঁদেছ তুমি তাই
কেন সে আসে নাই?
আঁখিপটে ভাসে মুখ
মনেতে বেজায় সুখ
কবে সে আসবে গো
মন হয় উন্মুখ।
মনে মনে জেদ করে
কথা আর বলবে না
এবার বাড়ী আসলে
কাছেও আর আসবে না।
অভিমানে চোখের কোণে
জমে ওঠে অশ্রু
বুকেতে দেখা দেয়
ব্যথা, রাগ অবিমিশ্র।
আসি আসি করে আর
তার আসা হয় না;
অপেক্ষার প্রহর তার
আর শেষ হয় না।
হঠাৎ, জানালা ফাঁকা
তার সেই অপেক্ষিত
অভিমানী দু’টি চোখ
যায় নি তো আর দেখা।
শ্বাসনালীটা বন্ধ হয়ে গেছে
দুঃখের পাহাড় জমে;
তাই সে এখন নেই
সেই জানালায়,
এমনকি এই ইহধামে।