এক ডিব্বা জর্দার খোঁজে !!!!
মায়ের আমার ” বাবা জর্দা ” দিয়া পান খাওয়ার খুব শখ !
আজই বিকালবেলা হটাৎ আমায় ডাইকা বললেন তার জর্দা শেষ । এখুনি আইনা দিতে হবে ! জর্দার অভাবে দুপুর থেকে তার পান খাওয়া বন্ধ !
অগত্যা বের হইছিলাম মার জন্য এক ডিব্বা জর্দা কিনতে ! সন্ধার থেকা মহল্লার সমস্ত দোকান ফাতাফাতা কইরা ফেল্লাম । অথচ মার শখের ” বাবা জর্দা ” র একটা ডিব্বা জোগাড় করতে পারলাম না !
কোন দোকানেই খুচরা বিক্রির জন্য জর্দা নাই ! সব নাকি পাইকারী বাজার থেকেই হাপিশ হয়ে যায় !
আমার পেরেশানি দেইখ্যা মহল্লার পরিচিত এক দোকানদার নীচু স্বরে বলল , ভাইজানের মনে হয় আচানক দরকার পইড়া গেছে ! আৎখা ষ্টক শ্যাষ হয়া গেছে মনে হয় ??
– আরে ভাই শেষ বলেই তো কিনতে আসছি , নাকি ?
– তাতো ঠিকই ! তা কয় ডজন লাগবো আপনের ?
– কয় ডজন মানে ?
– ও ! ডজন না ? আপনে শ হিসাবে কিনবেন ? তাইলে ভাইজান জায়গামতন যান গা ! অর্ডার দিয়া আসেন আগেভাগে ! কপাল ভালা হইলে সময়মতন সাপ্লাই পায়াও যাইতে পারেন !
ব্যাটা বলে কি , এ্যাঁ ? মাথামুন্ডু তো কিছুই বুঝলাম না !
কিন্তু ওর কথায় কান দেওয়ার সময় নাই ! যে করেই হউক এখন সবার আগে ” বাবা জর্দা ” র একটা কৌটা জোগাড় করতেই হবে !
মায়ের আমার শখ বলে কথা !!!