Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

একাকিত্ব জীবন

: | : ২২/১২/২০১৩

আমি অযুগলে থাকিতে চাই জীবন ভর
অন্য হইতে রহিতে চাই একটু ভিন্নতর ;
একাকিত্ব যাতনা নরকের তুলনা বড়ই জ্বালাময়
যৌবন অনলে জ্বলিয়া পুড়িয়া কয়লা হয় যে হৃদয় ।

আমি পুড়িতেছি দ্বাদশ বছর ধরিয়া
একটি রমনীর প্রেম বুকে বুনিয়া বুনিয়া ;
তাহাতে কাহারো কিছু আসে যায়না
কাঁদেনা মোর লাগি
কাছেতে বসিয়া হৃদয়ের যাতনা করেনা ভাগা ভাগি ।

তাহাতে আমার বেদনা নাহি মরিয়া যাই এই ভেবে
যাহার লাগি চির কুমার থাকিনু সে নাহি কিছু ভাবে ;
মুখ ফুটিয়া কহিল না মোরে এইভাবে থাকিওনা আর
অযুগল পাবকে জ্বলিয়া পুড়িয়া হইওনা ছারখার ।

পোড়া ললাট লইয়া ধরাতে আসিলে সর্বহারা সে ভাই
জীবন মূল্যহীন বড় তুচ্ছ সহধর্মীনি যার নাই ;
নারী বিনা পুরুষ বনের এক শুষ্ক বৃক্ষ জানিও
হেরিতে বড়ই কুতসিত কভু নয়তো শোভনীয় ।

আমারে লইয়া কাহারো নাই যে কোন মাথা ব্যথা
গোচরে অগোচরে গাহিয়া বেড়ায় গীবত কথা ;
যেদিন কোন ললনা মোরে আপন করিয়া বক্ষে লইবে
সেদিন তোমার আমার প্রেমের সমাধি রচিত হইবে ।

কিন্তু কখনই করিবনা এই কামনা
রচিতে চাই একাকিত্ব জীবন রচনা ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top