Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

কোকিল অভিসার

: | : ২২/১২/২০১৩

স্বপ্ন গুলো নষ্ট দ্রোহে পুড়ে পুড়ে হয় তামা
ডানপিটে সব ইচ্ছে নিয়ে কেউ লেখেনা সুখ নামা।
নিষেধ সূতোর বোরকা পরে কঙ্কা ছোটে দূরবাঁকে
বিষলক্ষ্যর ছুরি হাতে বন-দেবিকা রং মাখে।
ফুল-ফাগুনে কোকিল ডাকে কাব্য-উতল জল বেলা
রোদ ছুয়ে দেয় চোখের মিনার ঝুম বাতাসে ঘুম খেলা।
তেঁতুল গাছে পায়রা নাচে হাত ছানি দেয় বেতস বন
মইষালে গায় ভাটিয়ালি শেকল ছেড়ে পাষাণ মন।
সপ্তডিঙ্গায় অভিসারে কোকিলা যায় কোন সে দেশ
গুন টানে না পবন মাঝি শুকনো নদীর কাঙাল বেশ।
জলসা ঘরে সানাই কাঁদে নর্তকী নেই রাত জাগা
লাল-শরাবের নেশায় ভরা সবকিছু আজ ঘোর লাগা।
কৃষ্ণচূড়ার আগুন দেহে রক্ত রঙিন আল্পনা
বৈরী সময় দ্বিধায় পুড়ে মিথ্যে মোহের জাল বোনা
কোকিল হাসে, কোকিলা গায়, উল্টো নিয়ম সব খানে
সত্যি কথায় দ্বৈত-বিলাপ, সবাই করে ভুল মানে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

Comments are closed.

go_top