তোমার কষ্টের সময় ।
যখন তুমি একা থাকো
ঠিক তোমার বিষন্ন সময়ে
ভালোবাসার না পাওয়ায়
তখনও তুমি আমার খুব কাছে ।
তুমি কষ্ট পেয়োনা
আমার অনুপস্থিতিতে
আমি তোমার খুব কাছে……।
যখন হারিয়ে যাবে নীল বেদনায়
আমার চাহুনী তোমাকে
খুঁজে আনবে দৃষ্টির সীমানায় ।
যদি তুমি ভাবো একা হয়ে গেছো
আমার স্মৃতিগুলোকে আলিঙ্গন করো
তোমার কপালে ছুয়েঁ দেওয়ার স্মৃতি
দুস্টুমি করে
আচল টেনে ধরার স্মৃতি অথবা
অন্যমনস্কতায় চমকে দেওয়ার
বিরক্তি অনুভূতির স্মৃতি…..
যখন তুমি ভাবো একা হয়ে গেছো……
যদি এমন মনে হয় কখনও
তোমার নিজস্বতায় বিচরন করতে চায় কেউ
তবে খুঁজে নিও
তার মাঝেই আমার প্রাপ্তি
শুধু ভালোবাসাবাসিতেই,
আলিঙ্গনে নয়
অনুরোধ তোমাকে, বেশী ভালোবাসি বলেই….
যখন তুমি হারিয়ে যাও দুঃখের অতল তলে
নিঃশেষ হয়ে ফিরে আসো নিজের কাছেই
ধরে ফেলো তোমার বাম হাতে
তোমার ডান হাত….
অনুভবে পেয়ে যাবে আমার নিঃশ্বাস…।
তুমি যখন একা থাকো
তখন ঠিক তোমার পাশেই আমি….
কষ্টের সময়ে, দুঃখের সময়ে
অথবা বিষন্নতার কোন অজাগতিক মুহূর্তে……।
রচনাকাল ১৭/১২/২০১৩ ইং (সকাল :৯.৩০ মিনিট)