Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

চাঁদ মামার দেশে

: | : ২২/১২/২০১৩

জান  ঝুমু  ?  বললো  সেদিন

ছোট্ট খুকী  নুরি ,

চাঁদ মামার   দেশেতে  নাকি

রয়   এক  সাদা  বুড়ি ।

ঘেটর   ঘেটর  সূতা   কাটে

বানায়   সুন্দর   জামা ,

সে   কথা ই  বলছিল   সেদিন

আমার   বড়   মামা ।

মামা   বলে  কিরে   ঝুমু

যাবি  নাকি   চাঁদে,

আমি  বলি  না  বাবা   না

পড়বো   শেষে ফাঁদে  ।

আমি   বলি  কওনা  মামা

চাঁদে   কি  যাওয়া  যায় ?

মামা   বলেন   বলিস   কিরে

কত জনতো  চাঁদে যায়  ।

গ্যাগারীণ  আর নীল আর্ম স্ট্রং

যে দিন চাঁদে  গেল,

সেদিন  থেকেই  নব  যুগের

যাত্রা  শুরু  হলো । ।

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top