Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

তিক্তময় সত্য কথা ২

: | : ২৪/১২/২০১৩

ঐ সকল ললনা অধিকাংশে মুসলীম পরিবারের বটে । এদের সমন্ধে কিছু ব্যক্ত না করে অগ্রে অগ্রসর হতে পারছিনা । যদিও তা বিশাল লজ্জার ব্যাপার ।

হে মুসলীম রমনীগণ , তোমরা নিশ্চই ভুলেছ খাদিজা ,ফাতেমা , আয়েশা , আছিয়া , সুমাইয়া ও রাবেয়া বশরীর বচন , আচরণ ও কর্ম । যারা ইতিহাসের পৃষ্ঠে অক্ষয় বর্ণে স্মরণীয় হয়ে আছে ও থাকবে । তাঁরা ভূ-পৃষ্ঠে বসে অর্জন করেছে চিরস্থায়ী সুখ আবাসের সনদপত্র । আমি জানি না , কোন ক্রমেই বুঝে উঠতে পারছি না ! কিসের ফলে ? কোন লাভে ? কোন মহত্‍ স্বার্থে ? তোমাদের রুপ লাবণ্য আপন স্পৃহায় অন্যের অগ্রে প্রকাশে পটু । কি আনন্দ পাও ? সে সমন্ধেও আমি অজ্ঞত । তবে স্পষ্ট জ্ঞাত যে , তোমরা মহা পাপ অর্জন করছ । স্বইচ্ছায় দু হস্তে কামাই করছ নরকের অসহনীয় আযাব । শুধু নিজেরাই এতে ভুক্তভোগী হচ্ছো না যুক্ত করছো তাদের যারা তোমাদের কাম পিপাষু এমন কি আপনজনকেও । একটু দেমাগ খাঁটিয়ে , কোন লাভ আছে কি ? যদি বিপরীত লিংগকে আকৃষ্টই লক্ষ্য হয় । তাতেও যাররা তুল্য ফলপ্রসু হবেনা বরং চরম কলংক ললাটে জুটবে । কেননা সৌন্দর্য্যময় বস্তু আবৃত থাকলে দর্শন মোহে সবাই কাতর থাকে ।
আর অহরহ দেখতে পেলে তেমন আকর্ষণ থাকেনা । লাবণ্যতাও লোপ পেতে থাকে ,এটাই বাস্তবতা । তোমাদের এই রুপ আল্লাহর বড় নেয়ামত আর তা বহিঃপ্রকাশ করবে কেবল স্বামীর নিকট । এটাই আল্লাহর বিধান । কিন্তু তোমরা ? ছি ! একাগ্র চিত্তে অনুধাবনে অতি সহজে উপলব্ধিতে সক্ষম হবে । আবার কত জন ইচ্ছায় অনিচ্ছায় হিযাবকারীদের কু-সমালোচনায় ব্যস্ত , এতেও ক্ষুদ্র পাপ নয় । আল্লাহর বিধান অমান্যের ফল সমন্ধে কেহই অজ্ঞাত নয় । কেহ কেহ লোক দেখানো হিযাব করে স্পষ্ট বোঝা যায় পরিচ্ছদে তাকালে । শরীরের অঙ্গ-প্রতঙ্গের কাঠামো পরিষ্কার বুঝতে কষ্ট হয় না । ইহাও শরীয়াতের বিধি নয় । হে প্রিয় মুসলীম মা বোনেরা , তোমাদের বেশ অবদান নিহিত শান্তির ধর্মে অতীত দৃষ্টিপাতে চিরন্তন প্রমাণ জোটে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top