Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মনের অজান্তে

: | : ২৪/১২/২০১৩

মনের অজান্তে

…………জাফরপাঠান

 

পেরিয়েছি কত জলধারাখালবিলনদীনালা

কুহক পায়ে বনজঙ্গললোকালয়ের গাছপালা,

হেটেছি এবরো থেবরোবন্ধুরকর্দম মেঠোপথ

পেরিয়েছি গ্রান্ড ট্রাংক আর পিচঢালা রাজপথ

 

ছনের ছাউনিকংক্রিটের ছাদ, ছায়াতরুর নীচে

ঘুমিয়েছি সবুজাভ মখমল ঘাসের উম্মুক্ত বীচে,

কাঠেরটিনেরইটেরসিরামিকের মৃত কুঠরে

প্রাণী আমি ঘুমিয়েছি, প্রাণহীন গৃহের জঠরে

 

ডাক শুনেছি হৃদয়ের খেয়া পারেনদীর ধারে

নদীর এপারে বসলে কে যেন ডাকে ওপারে,

হাতে হাতচোখে রেখে চোখমনে রেখে মন

দাবড়িয়েছি সমাজ,ফুটাতে পুষ্প পল্লব আনন

 

জানিনা এখনও;নোঙ্গর ফেলেছি কোন ঘাটে

এসেছি কি; সপ্নে বুনা কল্পপরীর কল্পনার হাটে,

রহস্যময়বৈচিত্রময় এই মনাকাশের নীলিমায়

পরেছে কোন পরী নীলাম্বরীরোশনার পিদিমায়

 

বাসা বেঁধেছে কে আমারি চিন্তে এখনও জানিনা

মনের অজান্তে বেঁধেছে কি বাসা! তাও জানিনা

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top