Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অন্ধকার

: | : ২৪/১২/২০১৩

অজ্ঞানতার  অন্ধকারে   ঢেকে   আছে চারদিক,

তমানিশার   অন্ধকার,

তোমাকে  খুঁজে   পাবো   বুদি  চক্রে,

বাল্র  শিক্ষার   প্রচলন   হয়নি  এখানে  ।

নিষ্পলক    দৃষ্টি   কালো   বিড়ালের   চোখের   মত

মিট    মিটিয়ে   জলে,

না   উজ্জল    নক্ষত্রের     মতো    দূর   নিলীমায় ,

নীহারীকা  । ধারাবাহিক    বিদ্যা    চর্চা   নয়  ,

জ্ঞানের    প্রসার    অজ্আনতার    জগতে ।

নিষীদ্ধ   পল্লী    অন্ধকার,  যাতায়াতে   চরিত্রহীন

রঙ্গীন    দৃষ্টি     দু    চোখে ।

অন্ধকার   জগৎ   কালোবাজারী,    চোরাচালানী,

নালী   ও   শিশু   পাচার,   গুদাম  জাত ,

উটের    ঝক্কী    নয়তো   কিডনী   বিক্রী,

আমীরের    হেড়েমে    অন্ধকার     জীবন ।

ধর্মচ্যুত   মানব    সভ্যতা ,  নির্মমতা,   নির্যাতন,

ধর্ষণ  শেষে   রসনা   তৃপ্তি,  অন্ধকার  অমানিশার  ঘোর । ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top