Top today
আলোড়ন
আলোড়ন
তুমি ভোরের সূর্যের মত আস
আলো দিয়ে যাও সারাদিন।
আলো দিয়ে যাও সারাদিন।
তুমি গোধূলির লালচে আভা
মায়াবী করে যাওয়া সন্ধ্যা।
মায়াবী করে যাওয়া সন্ধ্যা।
তুমি রাতে পূর্ণিমার চাঁদ
জোৎস্না বিলাও সারারাত।
জোৎস্না বিলাও সারারাত।
তুমি ভোরের পাখি; আমার জানালায়
গান শুনিয়ে যাও।
গান শুনিয়ে যাও।
তুমি আছ, তুমি আস;
সারাবেলা, সারাক্ষণ
আমার ভুবনে দোলা দিয়ে যাও।
সারাবেলা, সারাক্ষণ
আমার ভুবনে দোলা দিয়ে যাও।