Top today
প্রিয়জন
শীতের সকাল আর তোমার কোমল হাতের একটুকু ছোঁয়া !
গ্রীষ্মের দুপুর আর তোমার আনমনে তাকিয়ে থাকা,
শিশির ভেজা সকাল আর তোমার খালি পায়ে হেঁটে যাওয়া,
তোমার মিষ্টি ঠোঁটে দুষ্ট হাসি ………..
তোমার উদার হৃদয়ে আমার আবুঝ মনের একটুকু জায়গা করে নেওয়া।
তোমার অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা।
আকাশে এক ঝাঁকা পাখিদের মেলা,
হারিয়ে যাওয়া কিছু স্মৃতি খুঁজে পাওয়া।
তোমায় পেয়ে কিছু ভাল লাগা।
কিছু অনুভূতি ভাগা করে নেওয়া।
রাতের অন্ধকার আর শীতের আতিথেয়তা ,
কুকুরগুলো কখন যে জেগে ওঠে ?
চারদিকে নিস্তব্দতার এক অচেনা ভয় ।
অপেক্ষার মঞ্চ কি আর শেষ হয় ?
তোমার একটুকু করুনা , আমার অবাক দৃষ্টি ।
তোমার নুপুরের শব্দে আমার সকাল ।
তোমার একটুকু শুভ দৃষ্টি, আমার সারাদিন ভাল থাকা ।
তোমার হাসিতে আমার সফলতা ।