আমাদের জীবন টা একটা গিফট
আল্লাহ এর কাছে নতজানু আজকে আমি। আজকে বলছি আমি মানুষ বা আশরাফুল মখলুকাত হয়ে জন্মেছি পৃথিবীতে এটাই সবচেয়ে বড় পাওয়া । ধন্যবাদ আল্লাহকে জীবন টা গিফট হিসাবে দেওয়ার জন্য। এখন মনে হছে আল্লাহ এর কাছে সবচেয়ে বড় গিফট আমার এই সোল্ বা আমার জীবন। প্রতিকুল পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে করতে এখন মনে হচ্ছে বেচে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পাওয়ার ফেল এর দুইদিন আগে ও আমি আমার লাইফ নিয়ে হতাশ হয়ে ভাবছিলাম আমার লাইফ আমার কি হওয়া উচিত ছিল বা কি হতে পারিনি। মনে হচ্ছে মানুষ বা যে কোনো প্রাণীর বেসিক বা প্রায়র থিংস প্রতিকুল পরিস্থিতির সাথে লড়াই করে সাহস এর সাথে টিকে থাকা। বিলাস ব্যসন বাকি সব জিনিস তুচ্ছ এই নশ্বর পৃথিবীতে।
আমার প্রাথর্না আল্লাহ এর কাছে এই মুহুর্তে আমার জীবনে যত দুর্যোগ বা বিপদ আসুক আমি আমার মেয়ে আমরা যেন সাহস ধৈয্য এবং সততার সাথে সবসময় মোকাবেলা করতে পারি।