তোমাকে জানি–
এই আমি–আমার ছায়া
তোমার চোখ,দিঘীর প্রতিফলন,
স্মৃতির কম্পনে জল ঢেউ,
অনন্ত এই জীবন,তুমি আমি আমরা,
অতলে দেখো অবিনাশ কিছু নেই —
হাজারও ছায়ার মাঝে আমি তুমি আমরা একাকার।