Top today
কবিতারা
কবিতারা
– মোঃ ওবায়দুল ইসলাম।
কবিতাগুলো পালিয়ে গেছে গ্রীষ্মের
চাঁদর মুড়ি দেয়া যুবকের মত। দুষ্ঠ
বালকের চিড়ের মোয়া নিয়ে ফোকলা
দাতে হাসা পালাতকের পাদচ্ছাপে।
ভিক্ষের ঝুলি নিয়ে মগজের কোষ দ্বারে
দাড়ায় না জীর্ণ শীর্ণ ভিক্ষুকের মত।
অথচ কিছু দিন আগেও আসত
কান্না মেখে চোখে মুখে। বলত –
” আমাকে ছাপ দাও কাগজের ঘরে
রঙিন কালিতে, এ ভিক্ষে তোমার তরে। ”
সুখালয়, নিমহাওলা।
২৬/০৭/২০০৬