Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নিন্দা

: | : ২৫/১২/২০১৩

 

নিন্দুকেরা নিন্দা করবে
নিন্দা তাঁদের পেশা ,
তাই বলে কি তাঁদেরকে আমি
করবো বল হ্রেষা ।
নিন্দা ওদের ধ্বংসের কারণ
জানেনা ওরা অবুঝ বলে,
নিন্দা ওদের মনের গর্ব
আমি কি তাই যাবো চলে ।
নিন্দা করে বলুক ওরা
আমায় হাজার কথা ,
তাই বলে কি নেড়ে হবো
খালি করবো মাথা ।

********* সমাপ্ত **********
তারিখ :   ২৫-০২-২০০২ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top