স্বপ্নের মৃত্যু ও আন্দোলনের যাত্রা ।
মানুষ মানুষকে এমন বিপদে ফেলতে পারে তা আমার কল্পনায়ও ছিল না । ষোল কোটি মানবের দেশে প্রার্থীর অভাবে আমি আমার নগদ ভোটখানার কোন বিকিকিনি করতে পারবো না এমন অসম্ভব সম্ভব চিন্তা আমাকে বিস্তর বিপদে ফেলে দিয়েছে । বছর পাঁচ বসে থেকে যখন বড় দাও মারার ধান্ধায় নিজেকে উপযুক্ত করে তুলেছি ঠিক সেবারই এমন অকল্যান হবে তা শয়ন স্বপনেও ভাবিনি । গত পাঁচটি বছর কত স্বপ্ন দেখেছি এই নির্বাচনে বেশ কামান কামাব । চায়ের পর চা গিলব বিনে পয়সায় । সাথে সমুসা সিঙ্গারা । ভোট মুলো ঝুলিয়ে নানান দলের নানান কিসিমের মানুষের কাছ থেকে বিরাট অংকের নগদ টাকা হাতিয়ে নিব । কিন্তু তা আর হলো না । নির্দিষ্টভাবে বললে আওয়ামীলীগ আর বিএনপির নিষ্ঠুর ষড়যন্ত্রে আমার পাঁচ বৎসর লালিত গোপন স্বপ্নের সলিল সমাধি হলো । এর দায়ভার কে নেবে ?
এখন আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে । আমি’তো আমার স্বপ্নের এমন সমাধি সহজে মেনে নিতে পারি না । ভাবছি আন্দোলনে যাবো । বড়সড় এক আন্দোলন করে দেশ ও জাতিকে দেখিয়ে দেব । আমার ভোট নিয়ে ছিনিমিনি খেলার যে দুঃসাহস দু’দল দেখিয়েছে তার দাঁত ভাঙ্গা জবাব দেব । বাঙ্গালী বীরের জাতি । তারা জানে আন্দোলন ছাড়া তাদের কোন অধিকার আজো প্রতিষ্ঠিত হয়নি । আমার ভোট বিক্রি করার অধিকারও যে আন্দোলন ছাড়া আদায় হবে না তা আমি বেশ বুঝে গেছি ।
আমার মনে হয় না আমার দলে লোকের অভাব হবে । বরং বেশ কিছু খাঁটি ঈমানদার লোক যে আমার দলে ভীর করবে তাতে কোন সন্দেহ নেই ।
আমার জেলার পাঁচটি আসনের সবকটিতে বিনে প্রতিদ্বন্ধিতায় প্রার্থী নির্বাচিত হয়ে যাওয়ায় আমি আমার ভোট বিক্রি করার স্বাধীনতা থেকে ব্যাপকভাবে বঞ্চিত হয়েছি । আমি এমন অন্যায় কর্মের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি । এবং শীঘ্রই আন্দোলনে যাচ্ছি ।
……………….নিঃশব্দ নাগরিক ।