Top today
স্বার্থপর এক বোকা
আজ দম চলে গেলে কাল দুই দিন
তবুও সংসার নিয়ে ভাবে বিরতিহীন,
“অহমিকার” খেলাঘরে স্বার্থের পোকা
“আমি” নামের আমিটা ভাবে নিজেকে পাকা ।
সংসারের মায়া জালে বেড়াতে সে যায়
ভালবাসার আলো ছায়ায় খেলতেও চায়।
“আমি” নামের আমিটা আসলে বোকা
বৃত্তের ঘুরপাকে খায় সে ধোকা।
ভালবাসার খেলাঘরে খেলে পুতুল খেলা
ঘাটে তার বাঁধা থাকে পরপারের ভেলা।
যত আছে ধনরত্ন,বন্ধু আপনজন
দম ফুরালে তুমি একা,নীরব এ ভূবন।
ত্রিভূবনের মালিক যিনি,তিনি মোদের রব
তাঁর ডাকেই যেতে হবে, রইবে পড়ে সব।