Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার আকাশ কুসুম কল্পনা একটি আবোল তাবোল রচনা একটি লোল কবিতা

: | : ২৬/১২/২০১৩

সকাল দুপুর রাতি
হচ্ছে হাতা হাতি।
আমার সাথে নজরল
আর রবীন্দ্রনাথের ভারী।

হাতের ধাক্কায় পড়িয়াছে
আজ নজরুল এর ছাতি
আর বিশ্বকবি
রবীন্দ্রনাথের লাঠি।

কালজয়ী সাহিত্যিক
আমি একাধারে _____
যে আছে ভাবের ঘোরে
হুমায়ুন শরৎ শীর্ষেন্দু বাণী বসু
যাদের লিখনী তে
প্রকৃতি আলোকিত।

আমি হচ্ছি সে ই _

চুরি করিয়া আনি যত
তাদের আবেগ তাদের ভাব।
কল্পনাতে তাদের ছায়াতে
তাদের আবেগ লুন্ঠনে
রচিতে চাই সেই অমর কাব্য
যা দিবে পিছনে ফেলে
রামায়ন আর মহাভারত।

আধো জাগরণে আধো স্বপ্নে
ভাবছি তা মনে মনে।
আমি প্রথম বাংলাদেশী সাহিত্যিক
যাকে দেওয়া হবে নোবেল
সাহিত্যে বিশাল অবদানে
রবীন্দ্রনাথ এর পরে।
পুরস্কার তুলে দিবে হাতে
তিন বরেন্য ব্যক্তি ।
ওবামা ক্লিন্টন আর
আমাদের ড মুহাম্মদ ইউনুস।

গর্বে আনন্দে মুহাম্মদ এর বক্ষ
হবে স্ফীত।
আমার দেশের মেয়ে
পেয়েছে নোবেল .
যেমন ভাবে
আমি ও হয়েছিলাম সম গর্বিত। .

চলে আসি কোনদিন পলিটিক্সে
ডাক্তার মুহাম্মদ ইউনুস
এর হাত ধরে ।.
বর্তমান রাজনীতিকদের
খাচাতে ভরে।

আমার যত বন্ধু বান্ধব
সবাই হইয়া মন্ত্রী এম পি
বসি পার্লামেন্ট এ
দেশ চালনা করতে থাকি
বুদ্দি আবেগ হৃদয় দিয়ে। .

দেশটাকে পরিবর্তিত করে
বানিয়ে ফেলি __________
খলিফা হারুন অর রশিদ এর সময়কাল
বাদশা সলোমন এর কিংডম
আব্রাহাম লিঙ্কন এর সাম্রাজ্য
ক্লিন্টন এর শাসনকাল। .

আবোল তাবোল
আকাশ কুসুম
ভাবছি আমি
দিন দিন
নিশিদিন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top