Top today
ছড়া পড়ার মজা
ছড়া পড়ার মজা
___________
ছড়া পড়া ভারি মজা
করছো কেন মানা,
মজার যত ছড়া সবই
লিখছে আমার নানা ।
পড়ার সময় পড়বে পড়া
ছড়ার সময় ছড়া,
পড়া ছেড়ে ধরলে ছড়া
পড়া হবে মরা ।
নানু তোমার ছড়া লেখে
বিদ্যান অতি বড়
নানুর মতো হতে হলে
বেশী বেশী পড় ।
ছড়া পড়ায় নেইকো মানা
পড়া রেডি হলে,
পড়া লেখায় ভাল হলে
সবাই ভাল বলে । ।