তিক্তময় সত্য কথা ৫
তবে এটাই হক্ব । হিসাব কষে দেখুন , দৈনিক ক’বার আল্লাহর কথা ভাবেন ? মৃত্যুর কথা ভাবেন ? যে দিল রম্য জীবন , অর্থ সম্পত্তি , সৌন্দর্য্য পাগল করা রুপ লাবণ্য এমন কি বিশ্ব জয়ের ক্ষমতা , আজ তিনি অচেনা । কিন্তু একদা নিঃসন্দেহে তাঁর নিকটে প্রত্যাবর্তন অবধারিত । যদি এ সত্যটাকে স্বীকার করো , তবে এত হাসি আনন্দ ফুর্তি কেন ? যদি তোমার ফাসির হুকুম নির্ধারিত হয় , তবে তুমি কি আহ্লাদে নৃত্য গানে লাফালাফি করবে ? শ্রেষ্ঠ সুস্বাদু দামী অন্নে ডুবি রাখলে , তুমি কি মজা করে খাবে ? নিশ্চয় না , তোমার আঁখি থেকে সকল ভাল লাগার বস্তু বিলিন হয়ে যাবে । সব কিছুর বিনিময়ে মৃত্যু মুক্তির তরে কাকুতি মিনতি করবেনা ?
মৃত্যু চির হক্ব একে অস্বীকার করার অবকাশ কোথায় ? কিন্তু আমরা কত বোকা , চিরস্থায়ী কঠোর আযাবের মুক্তির লাগি এক মুহুর্ত চিন্তাও করিনা । কেন এই অনীহা ? তোমরা কি এখনও মৃত্যু সমন্ধে সংশয় পোষণ করছো ? নাকি তোমরা নাস্তিক ? মন্দ কর্মে কু ফল ভাল কর্মে সুফল তা বারংবার আল্লাহ পবিত্র কোরআনে সতর্ক করেছেন । অনেকেই ইবাদতের উপযুক্ত সময় অবসর অর্থ্যাত্ বৃদ্ধ কাল বলে চিন্তা ও মন্তব্য করেন । এ আশ্ব পূর্ণরুপে ভুল বোকামী ছাড়া বৈ কি ।
কতদিন বাঁচার মেয়াদ তা কেবল স্রষ্টাই ভাল জানে । তিনি ব্যতীত সৃষ্টির ভাল মন কিসে তা কেহই সঠিক জানেনা । তাই কৃপা করে দান করেছেন জীবন বিধান পবিত্র কোরআন । কেহ কেহ বলে থাকি বয়স বেড়েই চলছে । এটা মিথ্যা কারণ কাল অতিবাহিত হচ্ছে হায়াত হ্রাস পাচ্ছে মৃত্যু সন্নিকটে আসছে । মোট কথা আমরা ফি কদমে কদমে যমের গৃহ পানে অগ্রসর হচ্ছি ।
পরীক্ষার তারিখ অবগত হলেই শিক্ষার্থীর অন্তে সহস্র চিন্তার হাট বসে । সুখ নিদ্রা এমন কি খানা পিনা পরিহার করে মহা ব্যস্ত পড়ার টেবিলে । তবে ফাঁকিবাজ অলসদের দুঃচিন্তার হার অধিকতর । তবু আপ্রাণ চেষ্টা চালায় প্রমোশনের জন্য । ঠিক তেমনি ইহলৌকিক জীবনটা পরীক্ষা কেন্দ্র । পরীক্ষা দিচ্ছি প্রতি নিয়তে প্রতি শ্বাসে প্রতি কথায় প্রতি কর্মে । এর ফলাফল প্রকাশিত হবে পরকালে । আমাদের এ বিষয়ে কোন মাথা ব্যথা নেই । যদি নিঃশ্বাসে নিঃশ্বাসে ভাবতাম মৃত্যুর নিকটে যাচ্ছি , আল্লাহর কাছে যাচ্ছি এ জীবনের হিসাব দিতে । যে হিসাব বড় কঠিন যাররা পরিমাণও বাদ যাবে না । আমরা কি হিসাব দিতে পারব ? আমরা কি নিয়ে যাচ্ছি সেথায় ? এ চিন্তাটুকু করো দেখবে , পূণ্য কর্মের পানে ধাবিত হবে হৃদয় । শান্তি অনুভব করবে জীবন সুন্দর হবে । কু কর্মের কথা ভুলে যাবে নিশ্চয় ।