কখন কোথায় ‘স্ত’ অথবা ‘স্থ’ হবে
আমি আগে অনেক
সময় এই
বিষয়ে জটিলতায়
পড়ে যেতাম যে, এই
বানানগুলোতে কী লিখব
ক্ষতিগ্রস্থ
না ক্ষতিগ্রস্ত,
অভ্যস্ত অভ্যস্থ
বিশ্বস্ত বিশ্বস্থ,
মুখস্ত মুখস্থ পদস্ত
পদস্থ কণ্ঠস্ত
কণ্ঠস্থ,… ইত্যাদি।
আমি তার সমাধান
পেয়েছিলাম
‘ভাষা শিক্ষার আসর’
বইটিতে।সে সমাধাণ
সবার জন্য উপস্থাপন
করা হল।
দেখতে হবে যেসব
শব্দের শেষ থেকে ‘স্থ’
বা ‘স্ত’ ফেলে দিলেও
পূর্ণ অর্থবোধক শব্দ
বহাল থাকে সেসব
শব্দের শেষে ‘স্থ’ হবে।
যেমন মুখস্থ। এখান
থেকে ‘স্থ’
ফেলে দিলেও ‘মুখ’
অর্থবোধক
শব্দটি বহাল থাকে।
অনুরুপ যন্ত্রস্থ,
তটস্থ, গর্ভস্থ,
মধ্যস্থ ধাতস্থ
প্রকৃতস্থ মনস্থ
বক্ষস্থ কণ্ঠস্থ
গ্রন্থস্থ নিকটস্থ
সভাস্থ আত্মস্থ
অন্তস্থ ক্রোড়স্থ
শীর্ষস্থ সমাধিস্থ
ঠোটস্থ পদস্থ ঢাকাস্থ
গৃহস্থ দ্বারস্থ
ইত্যাদি শব্দগুলোর
শেষ থেকে যদি স্থ
ফেলে দেয়া হয় তাহলেও
প্রতিটি শব্দই পূর্ণ
অর্থবোধক শব্দ
হিসেবে বহাল থাকবে।
আর এ ধরনের শব্দের
শেষ থেকে স্ত
কে ফেলে দিলে যদি আ
অর্থবোধক না থাকে,
তাহলে সেগুলোর
শেষে স্ত হবে। যেমন
ক্ষতিগ্রস্ত শব্দ
থেকে স্ত বাদ
দিলে থাকে ক্ষতিগ্র
যা কোন অর্থবোধক
শব্দ নয়। অনুরুপ
অভ্যস্ত আশ্বস্ত
বিন্যস্ত
এভাবে আরো গবেষণামূ
অনুসন্ধান
চালাতে হবে।
ভাষা শিক্ষার আসর থেকে