Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আপনি নাকি কবি

: | : ২৭/১২/২০১৩

ক”দিন যাবৎ আনমনে শুধু ভাবছি আর ভাবছি
মনে মনে বার বার বলি একটি কবিতা লিখবো
হাতের কাছে রাখা কাগজ আর কলম
ক”লাইন লেখা হল পিছু তাকিয়ে তা গুনছি ।

কলম থেমে আছে সেখানেই;যে পর্যন্ত আমি লিখে এসেছি
আমি যে ভীষণ ভাবে ক্লান্ত
ক্লান্ত আমার এ হাত এবং কলম ধরার অঙ্গলি
ক্লান্ত শরীরে কষ্টের তিব্রতায় একা একা ঝিমাচ্ছি ।

কবিতাটি যাকে স্বরণ করে যার উদ্দেশ্যে লিখছি
সে আমার কাছের মেয়ে বা, কাছের মানুষ নয়
সে আমার দূরের মানুষ অনেক দূরের
কি লিখলাম সেই মেয়েকে নিয়ে তাই ভাবছি ।

ভাবতে ভাবতে তাঁর বলা কথা গুলো পেয়েছি
আমার ডাক শুনে এসেই আমাকে বল্ল
আচ্ছা আপনি নাকি কবি?
কে বলেছে আপনাকে ? এ কথা আমি বলেছি !

আমি তাঁকে আরো কিছু কথা বলেছি
সেও বলেছিল আমায় কিছু কথা
মেয়েটি আমার কথা শুনে হেসেছিল
আর আমি ! কষ্টের  অনুতাপে জ্বলেছি ।

*********** সমাপ্ত **********
তারিখ :   ২৪-০৩-২০০২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল :    khmahabub@yahoo.com

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

Comments are closed.

go_top