Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমরা সবাই একই দেশের নাগরিক

: | : ২৭/১২/২০১৩

রবি র দেশপ্রেমিক অ্যাড টা দেখে বেশ ভালো লাগলো। ছোট একটা অ্যাডে এ তারা সব কাভার করেছে ।পুরা বাংলাদেশ এর সোশ্যাল, পলিটিকাল সিচুয়েশন ।সব দেশ প্রেমিক কে তার প্রশ্নের উত্তরে একজন সি এন জি চালক বলছে আমি দেশপ্রেমিক । দাড়ি ওয়ালা পাঞ্জাবি পরা একজন বলছে আমি দেশ প্রেমিক। একজন বুদ্দিস্ট বলছেন আমি দেশ প্রেমিক। তারা দেশটাকে কোন গন্ডির মধ্যে আবদ্দ না রেখে এ মেসেজ দিচ্ছেন আমরা সবাই একই দেশের মানুষ ।আমাদের দেশটা কে ভালবাসি ।আমরা সবাই দেশ প্রেমিক বা দেশ প্রেমিক হতে চাই। দেশ মানে আমাদের সবার জীবনের নিরাপত্তা বিধান করা, অসহায় মানুষ কে সাহায্য করা. আজকে আমরা এভাবে ভাবি আমি তুমি আমরা সবাই বাংলাদেশী এভাবে যেন না ভাবি আমি বি এন পি ,সাপোর্ট করি বি এন পি .তুমি আওয়ামী লিগ এর লোক বা জাপা জামায়াত এভাবে না দেখে যদি আমরা মনে করি সবাই আমরা এক ভূখন্ড থেকে এসেছি। আমরা সবাই এক মায়ের পেটের ভাই বোন্ আমাদের মধ্যে আর কোনো বিরোধ ই থাকেনা । আমাদের বিরোধ হবে শুধু অন্যায়ের সাথে, অন্যায়ের সাথে কখনো আপোষ করবনা, সবাই সবাইকে প্রীতি ভালবাসার চোখে দেখব।

আজ আমরা মনে করি আমাদের সব পলিটিশিয়ান দের কে আমাদের মাতা পিতা অভিভাবক।তারা আমাদের আজকে যখন কোনো দিক নির্দেশনা দিতে পারছেন না তাদেরকে অসহায় মাতা পিতা মনে করে মাপ করে দেই আমরা জনগণ ।আমরা ই নেই এই দেশের ভার। যার জায়গায় থেকে
তার যত টুকু দেশের জন্য করা উচিত সেটা আমরা করি এবং একই সঙ্গে সব নেতা নেত্রী (মাতা পিতা সম) দের জন্য ভালবাসার এই মেসেজ টা দেই. আপনাদের আমরা অনেক ভালবাসি মা বাবার মতই। দেখেন আপনাদের কে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসি যদিও জানি আমরা কিছু ই পাইনি আপনাদের কাছে বা কখনো তেমন কিছু পাবনা কিন্তু আমরা ১৬ কোটি বাংলাদেশী সুধু এই অনুরোধ করি আমাদের কে প্লিস ভালবাসুন এ দেশটাকে ভালবাসুন আপনারা প্লিস দেশ প্রেমিক হোন প্রধানমন্ত্রীর পজিশন টা কি ১৬ কোটি মানুষ আর তার এই ভূখন্ড এর চেয়ে কি বেশি মূল্যবান? আপনারা যে কোনো একজন কেন সাক্রিফাইস করেন না। করলে দেখবেন আপনার দেখাদেখি আরেকজন করবেন ।একটা ভালো কাজ আরো দশটা ভালো কাজ এর জন্ম দিবে আরেকটা হিংস্র কাজ জন্ম দেয় শতাধিক হিংস্রতার ।আওয়ামী লিগ ফাসি দিছে জামায়াত রাজাকার কে জামায়াত গলা কেটে মারছে আওয়ামী লিগ এর ব্লগার দের বি এন পি বলছে চরম কথা, আওয়ামী লিগ গিয়ে ভাঙছে বি এন পি এর অফিস . এটাতে সারাদেশ এ যেমন বিশৃঙ্খলা হছে মানুষের জীবনের নিরাপত্তা চলে যাছে সবাই আপনাদের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছে কেন আপনারদের কোনো এক জন নেতা নেত্রী কেন বলেন না এ দেশ থেকে প্রতিহিংসা দূর হওয়া পর্যন্ত আমি পলিটিক্স এ আসছিনা যে কোনো একজন পলিটিশিয়ান প্লিস এই স্টেপ নিন দেখবেন আপনি পুরো দেশের চেহারা এই জাতির ভাগ্য চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখবেন আপনাকে কেও ছেড়ে যাবেনা। সবাই আপনার কাছে আসবে ।সবাই আপনাকে ঘিরে থাকবে।অপরের জন্য বিসর্জনে যে ভালবাসা সেটা কখনো বৃথা যাবেনা এই ভালবাসা আপনার কাছে ১০০ গুন হয়ে ফেরত আসবে ।

আপনাদের সবাইকে দেশের সব মানুষকে এ দেশ কে আমার অন্তরের গভীর থেকে অনেক ভালবাসা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top