Top today
রঙিন স্বপ্নগুলো
ছোট্ট বেলার ছোট্ট শিশুটি আজ হাঁটতে শিখেছে ,
বাড়ির আঙ্গিনা আজ ধূলা শূন্য ,
ফড়িংগুলো আজ আর ক্লান্ত নয় ,
পাখির বাসায় ঢিল ছোঁড়ার আর কেউ নেই ।
দক্ষিণা বাতাস বইছে চারদিক ।
ভাঙা গাছের শাখায় গজিয়েছে সবুজ পাতা ।
গাছের ফুলগুলো আজ ক্লান্ত,
আর কত দিন শুন্যে ভেসে থাকা ?
কোকিল মনের সুখে গাইছে গান ।
ময়ূর নাচছে পেখম মেলে ।
পেঁচা গুলো আর পালিয়ে বেরাচ্ছে না ।
রসের হাঁড়ি আর ভাঙছে না কেউ ।
নদীতে আর সাঁতার কাটছে না কেউ ।
কাশবনগুলো শুধু বাড়ছেই !
পাশের বাড়ির মানুষগুলো আজ নিশ্চিন্ত ।
ভুতেরা আজ ঘুমন্ত !