Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ক্ষমতার এ কেমন ব্যবহার !

: | : ২৮/১২/২০১৩

 

আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব আর কবেই বা নৌকা মার্কায় ভোট দিব… আমার পরিবারের সবাই আওয়ামী পন্থী … আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি … আমি ভোটার হয়েছি কিন্তু এখনো ভোট দেয়ার সুযোগ হয়নি…

আমি ছোটবেলা থেকেই দেখেছি রাজনৈতিক ক্ষমতার ব্যবহার … ২০০৫ সালের মাঝামাঝি তখন বি এন পি সরকার ক্ষমতায়…. খুবই চিন্তার মধ্যে দিন কাটাতে হত আমাদের… কখন কি হয় ? আব্বু সবসময় বাজারে দলীয় অফিসে থাকতেন… মাঝে মাঝে কেউ এসে বলতো আজ মারামারি হবে… সেদিন তো সবার ঘুম হারাম… তাহলে বুঝি আজ মার খেতেই হবে …!একটা  জিনিস আমার অবাক লাগত সে সময় কোন     বি এন পির কর্মী যদি কাউকে মারত তার কোন বিচার তো  দূরে থাক সেটাকে সবাই ঠিক হয়েছে, ঠিক হয়েছে বলতো …

 

একদিন সকালে আমি প্রতিদিনের মতো স্কুলে গেলাম…… স্কুল শেষে বাড়ি ফিরছিলাম, রাস্তায় আমাকে একজন বলল বাবা সাবধানে যেও… আমি কিছু না বুঝে বাসায় গেলাম… সবাই কাঁদছে … কি হয়েছে ? ওরা আমার দাদা আর আমার এক চাচাকে মেরেছে… কেন? কোন কারন নেই ? কারন একটাই আমরা আওয়ামীলীগ করি তাই … দাদার জন্য খুব কষ্ট হয়েছিল আমার… ওনার কি অপরাধ ? ওনার বয়স তখন ৭৪ এর মত……

কোন মামলা হয়নি তার জন্য…… কেন ? কারন পুলিশ মামলা নেইনি সে সময়……

 

 

২০০৮ সালে আওয়ামীলীগ সরকার গঠনের পর কি হল……? বিপরীত অবস্থা…… ওদেরকে  মারা হল…… দুঃখজনক হলেও মজার ঘটনা হল ওরা মামলা করেছিল কিন্তু পুলিশ আসামি ধরতে এসে আমার আব্বুর সাথে চা খেয়ে চলে যেত … যদিও আমার আব্বুই  ছিল এক নম্বর আসামি…… এখানেও কারন ছিল  একটাই আমরা আওয়ামীলীগ করি আর এখন আমাদের হাতে ক্ষমতা…………

কিন্তু এটা কোন ধরনের ক্ষমতা ……? আর এটা কেমন ক্ষমতার ব্যবহার……?

অবাক হলেও এমনটি ঘটছে আমাদের দেশের প্রতিটি জায়গায়… কিন্তু এমনটি কি চলতে পারে…… ?

আসুন…………

আমরা বদলে যাই আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি  ……

সহিংসতার রাজনীতি ভুলে সুন্দর দেশ গঠনে সবাই এগিয়ে আসি………    

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top