দাদুর গল্প
দাদুর গল্প
__________
জানিস দাদু ?
কেমন ছিল সেদিন মোদের
কি করে বুঝাই বল,
বৈশাখ জৈষ্ঠের রোদের পর ই
নামতো আষাঢ়ে ঢল ।
ঢলের পানি নামতো যখন
গভীর নদীর বুকে,
নদীর যত আষাঢ়ী মাছ
মাঠে যেত ঢুকে ।
মাঠের পানি নামতো যখন
মাছ সব পালায় তখন ,
সে ই পানিতে জাল ধরে সব
মাছ ধরে নেয় ছোট্ট রতন ।
খুশিতে রতন টগবগীয়ে
দৌঁড়ে আসতো বাড়ি,
আবদার করে সে মাকে বলতো
রাধ ডাটার তরকারী ।
ছোট ছোট মাছের গায়ে
রং নানা রকমারী ,
মা বলতেন ঐ মাছেরা সব
পড়েছে নতুন শাড়ী ।
বৈশাখী ঝড়ের কথা শুনে
ভয়ে যাস তোরা ঘরে,
আমরা তখন যেতাম ছুটে
কুড়াতে আম সেই ঝড়ে ।
মা বলতেন ওরে খোকা
যাসনে বা ইরে ঝড়ে,
হাত পা তোর যাবে ভেঙ্গে
গাছের নীচে পড়ে ।
ঝড়ে পড়া আম মোরা
কুড়াতাম ঝাকা ঝাকা,
অর্ধেক তার কাঁচা যদি ও
অর্ধেক ছিল তার পাঁকা ।
সরিষার কাসন্দি দিয়ে
খেয়েছিস কভু আম?
কি-যে সাধ তার বুজবি কিরে
লবন ঝাকানো জাম ।
স্কুলে যখন পড়ার শেষে
বেজে উঠতো ঘন্টা,
খেলার মাঠে ছুটে যেতে
আন চান করতো মনটা ।
ফুটবল হা-ডু-ডু গোল্লাছুট
এ সব ই ছিল মোদের খেলা
মায়ের তাড়া না পেলে এতে ই
কেটে যেত সারা বেলা ।
সেদিনের সেই কথা তোকে
বলবো আর কত বল
রাত বেড়েছে মা ডাকিছে
শুতে যাবি ঘরের চল । ।