Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অপব্যয়ের ফল

: | : ২০/০৬/২০১৩

অপব্যয়ের ফল

কৃষ্ণচন্দ্র মজুমদার

 

যে জন দিবসে মনের হরষে

জ্বালায় মোমের বাতি,

আশু গৃহে তার দখিবে না আর

নিশীথে প্রদীপ ভাতি।

 

কবি কৃষ্ণচন্দ্র মজুমদার (১৮৩৪ – ১৯০৭) বাঙালি স্বনামধন্য কবি। তাঁর ‘সদ্ভাবশতক'(১৮৬১) ও ‘মোহভোগ'(১৮৭১) একসময় ছাত্রদের নীতিশিক্ষা দেয়ার কাজে ব্যবহৃত হত।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top