Top today
তুলনা
ভালবাসি তোমায় অনেক বেশি
যতটা না ভালবাসি নিজেকে।
কি দেবো তুলনা?
এর কাছে তুচ্ছ দেখায় নীলাকাশ কে।
বাতাসের সাথে যুদ্ধ আমার
তোমার নিঃশ্বাসে মিশবে আগে কে?
তোমার হাসির জন্য
আমি ক্ষণেক্ষণে বদলাই নিজেকে।
পৃথিবীর সব ফুল তোমার জন্যেই
আমি আপন করেছি কাঁটাকে।
সুর্যকে দিয়ে ফাঁকি
আমি আড়াল করেছি তোমাকে।
এতটাই ভালবাসি আমি তোমাকে…
যতটা ভালবাসিনি আজও নিজেকে।