Today 01 Dec 2025
Top today
Welcome to cholontika

তুলনা

: | : ২৮/১২/২০১৩

ভালবাসি তোমায় অনেক বেশি

যতটা না ভালবাসি নিজেকে।

কি দেবো তুলনা?

এর কাছে তুচ্ছ দেখায় নীলাকাশ কে।

বাতাসের সাথে যুদ্ধ আমার

তোমার নিঃশ্বাসে মিশবে আগে কে?

তোমার হাসির জন্য

আমি ক্ষণেক্ষণে বদলাই নিজেকে।

পৃথিবীর সব ফুল তোমার জন্যেই

আমি আপন করেছি কাঁটাকে।

সুর্যকে দিয়ে ফাঁকি

আমি আড়াল করেছি তোমাকে।

 

এতটাই ভালবাসি আমি তোমাকে…

যতটা ভালবাসিনি আজও নিজেকে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top