Top today
মায়া রোগ
বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে এইচ টু ও মিশ্রিত সোডিয়াম ক্লোরা ইড এর দ্রবণ ঝরতে থাকে কষ্ট হয় শুধু কষ্ট হয় চাঁদনী রাতের কালজানি দুখখের স্রোত বয়ে আনে হৃদয়ের উপর সেই স্রোত আছড়ে পড়ে, আমার হৃদয় ছিড়ে যায় আমার হৃদয় ছিড়ে যায় রক্তের লিম্ফো সাইট বার্থ হয় দুরারোগ্য মায়া রোগ আকড়ে ধর