Top today
মীমুর আস্ফালন
মীমুর আস্ফালন
কথায় কথায় ছোট্ট মীমু
বলে রেগে গিয়ে,
আমার সাথে লাগো যদি
দাঁত দিবো ফাঁটিয়ে ।
বক্সিং আমি জানি আরো
রকের মতো রেসলিং,
পরের মাসে ই যাচ্ছি আমি
কারাত শিখতে বেজিং ।
মার্সাল আর্ট সেটাতো আমার
আগেই আছে মনে
টেরতো পাবে আমি যদি
লাগি কারো সনে ।
ভাবটা যেন দেখে সবা ই
অনেক ভয় পায় তাকে
মারের ভয়েই তার থেকে সব
দুরে দুরে থাকে ।
রাগিয়ে দিলে মীম বাবু
কেঁদে কেঁদে বলে ,
জলদী মোরে নাও তো কোলে
ঘুষি মারি গালে ।
নইলে তুমি হওনা নীচু
মাথায় দিব বারি
এ্যাম্বোলেন্সে চলে যাবে
মজার শ্বশুর বাড়ি । ।