Top today
সূর্যের চোখে ছানি অথবা বিবর্ণ দেশপ্রেম
ঘরের জানালা দিয়ে বিবেক পালায়
ডাস্টবিনে ঘুরে ফিরে বেলা অবেলায়।
সূর্যের চোখেও ছানি পড়েছে দিনে করে আঁতাত
টাকার জন্য সূর্যও করে রাজনৈতিক সংঘাত।
মানুষ নাকি বন্য জানোয়ার টাকায় মিলে দুধ !
হাজার পাঁচেক টাকা হলেই মৃত্যু হারায় বোধ !
দেশপ্রেমও নাকি সস্তা জিনিস বার বার জাগে
ঘুমের চোখ জড়িয়ে আসে সন্ধ্যার একটু আগে .
আইন নাকি বন্ধী খাঁচায় চাবির নাই সন্ধান
পকেট ভরা টাকা হলে বদলে যায় সংবিধান !
লাল সবুজের পতাকায়ও বিবর্ণ দেশপ্রেম!
তরুণ সূর্য জেগে আছে ঘুমিয়ে আছে দেশপ্রেম।