Top today
নিঃসঙ্গতা
যাযাবর জীবনের পথ প্রসারিত এক আকাশ
করুণা রসে রসে ভরপুর দীর্ঘ পথ হাহাকার
কখনও কোন পাহাড়ে কখনও কোন সমুদ্রে
কখনও নাগরিক শহরের ব্যস্ত দুপুরের ভিড়ে
কোন ভিন গাঁয়ে প্রকৃতির খুব কাছে নিরালা
বিশাল শূন্যতায় ঝুলে থাকা অসংখ্য তারায়
অনন্ত কালের কষ্টের প্রাচীরে ছুটে চলছে ট্রেন
সব সিট ফাঁকা আমি একা বড্ড একা…