Top today
অসহায়ত্ব
আমি দেখেছি রোদেলা দুপুর, ঘুমন্ত রাত
অসীম পথ, অচেনা শহর আর রহস্য
সুগন্ধ-দুর্গন্ধ, নিরিবিলি কলরব ছিল সেথায়।
আমি দেখেছি এক নর্তকীর নগ্ন দেহ
অপমানে, ব্যাথায় আর লজ্জায় জর্জরিত।
আমি অনেক অসহায়ের মত চেয়ে ছিলাম,
ঘৃণা, আফসোস আর খুব ছোট মনে হচ্ছিল নিজেকে
ভাবছিলাম, শেষ পর্যন্ত আমিও!!
আমি এক অমানুষ, পৃথিবীর কলঙ্ক
শুধু অনুতপ্ততা আমাকে মুক্তি দিতে পারে না
অনুসুচনায় এ পাপ শেষ হতে পারে না
জীবনের অবসানই এনে দিতে পারে একটু শান্তির পরশ।
আমি শান্তি চাই, আমায় শান্ত করো,
আমার এ উত্তেজনা, আমার এ চিৎকার,
আর কত ধ্বংস, কবে আসবে প্রতিকার?
প্রতিরোধে কবে জ্বলবে আগুন ঘরে ঘরে?
রাতের সমাপ্তিতে কবে আসবে আলোর নতুন মুখ?
কবে হব আমি শান্ত? পাবো একটুখানি সুখ!!