Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

তুমি আমার বলেই ।

: | : ৩০/১২/২০১৩

 

জানো, এমন সময় আসে

যখন তোমাকে ছেড়ে দিতে ইচ্ছে করে

মুক্ত আকাশে, ভোরের শুভ্র বাতাসে

খোলা কোন প্রান্তরে,

যেখানে আমার হাত

তোমার সঙ্গ দেবেনা

তুমি মুক্ত হতে পারবে তোমার মনের মত

ভালোবাসার আপেক্ষিকতা এখানেই

ছেড়ে দিয়েও শান্তিতে থাকা যায়…..

 

এমনও সময় আসে

যখন ধরতেও ইচ্ছে করেনা

তোমার হাতটি

তোমাকে বারবাই ছেড়ে দিতে ইচ্ছে করে

গ্রামহীন ধানক্ষেতে

যেখানে কাকতাড়ুয়াও তোমাকে পাবেনা

একাকিত্বা পাওয়ার সাধ যখন

আবার আমার কথা মনে করিয়ে দেবে

অসাধ্যতায় তুমি আমাকেই চাইবে

আবার ফিরে আসবে

আমারই সেই প্রাচীন সুরে….

 

এমনও সময় আসে

যখন তোমাকে

মেলে ধরতে ইচ্ছে করে

কুলহীন সাগরে

ভালোবাসার নৌকা একা বাইতে বাইতে

তোমাকে হারিয়ে যেতে দিতে খোলা আকাশে

যেখানে তুমি আমার স্পর্শ কল্পনাতেও

অথবা অনুভবেও উজ্জলদীপ্ত, ফুটন্তভাবে

আলিঙ্গনের আকাঙ্খায় পরিস্ফুটিত হবে

তুমি আবার ফিরে আসবে

সেই চেনা গন্ধে, পুরোনো বাতাসে…

তুমি আমার বলেই

বিশ্বাস রেখে ছেড়ে দিতে পারি

কাটা ঘুড়ীর মত

কারন তুমি আবার ফিরবেই

সেই পুরনো ছাদে….

তুমি আমার ভালোবাসা বলেই ।

রচনাকাল ২৭/১২/২০১৩ ইং (রাত :৯.৩০ মিনিট)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top