Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

জনতার মন বিবর্ণ নীল

: | : ৩০/১২/২০১৩

নিরাপত্তার অজুহাতে,
এক দলের লাটি হাতে
অন্য দলের ঢিল,
কেউ করে পতাকার লাঠি মিছিল ।
জীবন এখন কার হাতে
বুঝা মুশকিল ।
জল কামান জল মারে,
রাবার বুলেট গুলি ছোড়ে
সামনে পড়লে মামা ধরে
যেন উরন্ত এক চীল,
অশান্তির অনলে পুড়ে
জনতার মন বিবর্ণ নীল ।
গণতন্ত্র অক্কা পেলে
স্বাধীনতার কী স্বাদ পেলে
বুঝা মুশকিল ।
আটে তারা অভিনব ফন্ধি
করেনা সমঝোতা সন্ধি
মুখোমুখি চির প্রতিদ্বন্দি
গৃহে মোরা দিবা রাত বন্ধি ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top