Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আজ বছর ২০১৩ এর শেষ দিন ।

: | : ৩১/১২/২০১৩

আজ বছর ২০১৩ এর শেষ দিন ।
সব রাশির জাতক জাতিকাদের কেমন যাবে?
সবাইকে অনুরোধ জন্মদিন আর কার কি রাশি লিখ কমেন্টসে।
তারপর শুরু হবে তোমাদের সবার ভবিষ্যত
বলা গননা এবং সাজানো ।

আমি আজকে হালকা সময়ে পার করতে চাই।অ্যালবাম খুলে বসলাম।রিভিউ করছি (২০০৯ থেকে ২০১৩)।সবা
সবার সাথে কিছু ব্যাক্তিগত ছবি শেয়ার করছি।
আশা করছি বছরের শেষ দিন সবার নিরাপদে কাটবে ভাল কাটবে।
সবাইকে নুতুন বৎসরে শুভেচ্ছা ভালবাসা।

আমরা মিশেল সিম্পসন আমদের ওয়ার্ডের এমপির সাথে

আমি আমার মেয়ে মেয়ের বাবা আমাদের ওয়ার্ডের এম পি সিম্পসনের চেম্বারে।

নুতুন বছরের শুভেচ্ছা সবাইকে।

২০১৩ এর থেকে কিছু দিন

আমার বাসার সামনে পা্কে এবারে স্নোর আগের মাসে বিবর্ণ প্রকৃতিতে

২০১৩ এর কিছু দিন

ম্যকক্লিনস গা্র্ডেনে মেয়ে সহ

রোসেটা ম্যাকক্লিনস গার্ডেন (অন্টারিও লেক সংলগ্ন )এর দৃশ্য

অসাধারন সুন্দর ন্যাচারাল সৌন্দর্যে্র ম্যাকক্নিনস গার্ডেন

রোসেটা ম্যাকক্লিনস গার্ডেন থেকে তোলা

অসাধারন সুন্দর ন্যাচারাল সৌন্দর্যে্র ম্যাকক্নিনস গার্ডেন

সেপ্টেম্বর কোরবানী ঈদের দিনে পার্কের ছবি

অসাধারন সুন্দর ন্যাচারাল সৌন্দর্যে্র ম্যাকক্নিনস গার্ডেন

আমি আমার মেয়েসহ ঈদের দিনে

অসাধারন সুন্দর ন্যাচারাল সৌন্দর্যে্র ম্যাকক্নিনস গার্ডেন

চলন্তিকার সবাইকে গোলাপ পাপড়ির শুভেচ্ছা।গোলাপের সৌন্দর্যে সুবাসে মুখরিত হোক সবার জীবন এই কামনায়_

রোসেটা ম্যাকক্লিনস গার্ডেন থেকে

প্রকৃতির অসাধারন সৌন্দর্যের এই নাচারাল এই ফলস।

মেয়ে আমি ঈদের দিনে

আমার দূঃখী মেয়ে।একবুক দূঃখ একরাশ প্রশ্ন সবসময় জমা থাকে তার মনে

আমার ময়না পাখী আমার মেয়ে

null

null

আমার মেয়েসহ ঈদের দিনে

ম্যাকক্লিনস গার্ডেন (অন্টারিও লেক সংলগ্ন) আমি মেয়েসহ

আমার দার্শনিক মেয়ে আয়েশা

আমার দার্শনিক মেয়ে ক্ষুদে চার বছরের আয়েশা

আমার মেয়ের যখন নয়মাস বয়স

আমার ফ্যমিলি
মেয়ের সাথে আমি আগের ঈদে

আমি আমার মেয়ে

আমি আমার নেইবারের সাথে তার তিন মেয়ে সহ

আমি আমার শ্রীলংকান নেইবার আর তার তিন মেয়ের সাথে।ছবি তিনবছর আগের।

মেয়ে এবং তার বাবা

আমার মেয়ে নাম আয়েশা মুনজারিন তার বাবার সাথে বয়স চার।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top