আজ বছর ২০১৩ এর শেষ দিন ।
আজ বছর ২০১৩ এর শেষ দিন ।
সব রাশির জাতক জাতিকাদের কেমন যাবে?
সবাইকে অনুরোধ জন্মদিন আর কার কি রাশি লিখ কমেন্টসে।
তারপর শুরু হবে তোমাদের সবার ভবিষ্যত
বলা গননা এবং সাজানো ।
আমি আজকে হালকা সময়ে পার করতে চাই।অ্যালবাম খুলে বসলাম।রিভিউ করছি (২০০৯ থেকে ২০১৩)।সবা
সবার সাথে কিছু ব্যাক্তিগত ছবি শেয়ার করছি।
আশা করছি বছরের শেষ দিন সবার নিরাপদে কাটবে ভাল কাটবে।
সবাইকে নুতুন বৎসরে শুভেচ্ছা ভালবাসা।
আমি আমার মেয়ে মেয়ের বাবা আমাদের ওয়ার্ডের এম পি সিম্পসনের চেম্বারে।
নুতুন বছরের শুভেচ্ছা সবাইকে।
আমার বাসার সামনে পা্কে এবারে স্নোর আগের মাসে বিবর্ণ প্রকৃতিতে
ম্যকক্লিনস গা্র্ডেনে মেয়ে সহ
অসাধারন সুন্দর ন্যাচারাল সৌন্দর্যে্র ম্যাকক্নিনস গার্ডেন
অসাধারন সুন্দর ন্যাচারাল সৌন্দর্যে্র ম্যাকক্নিনস গার্ডেন
অসাধারন সুন্দর ন্যাচারাল সৌন্দর্যে্র ম্যাকক্নিনস গার্ডেন
অসাধারন সুন্দর ন্যাচারাল সৌন্দর্যে্র ম্যাকক্নিনস গার্ডেন
চলন্তিকার সবাইকে গোলাপ পাপড়ির শুভেচ্ছা।গোলাপের সৌন্দর্যে সুবাসে মুখরিত হোক সবার জীবন এই কামনায়_
প্রকৃতির অসাধারন সৌন্দর্যের এই নাচারাল এই ফলস।
আমার দূঃখী মেয়ে।একবুক দূঃখ একরাশ প্রশ্ন সবসময় জমা থাকে তার মনে
ম্যাকক্লিনস গার্ডেন (অন্টারিও লেক সংলগ্ন) আমি মেয়েসহ
আমার দার্শনিক মেয়ে ক্ষুদে চার বছরের আয়েশা
আমার ফ্যমিলি
আমি আমার মেয়ে
আমি আমার শ্রীলংকান নেইবার আর তার তিন মেয়ের সাথে।ছবি তিনবছর আগের।
আমার মেয়ে নাম আয়েশা মুনজারিন তার বাবার সাথে বয়স চার।