Top today
একটি অরাজনৈতিক কবিতা !!!
নেতা আমার বড় সেয়ানা !
কথা দিয়া মনে রাখে না !
ইলেকশনের সময় ছাড়া দেখা দেয় না !
নেতা বড় সেয়ানা !
বন্যা , সাইক্লোন , জলোচ্ছাস আর ঘূর্নিঝড়ে !
রিলিফ নিয়ে আসে নেতা মানবতার তরে !
সেই রিলিফই সরায় কারা রাতর আঁধারে –
নেতা কি কিছুই জানে না ?
নেতা আমার আসলেই সেয়ানা !
আন্দোলন , অবরোধ আর হরতাল , মিছিলে !
গুলি খেয়ে মরে শুধু জনগণের ছেলে !
বিদেশে থাকা ছেলেরা আমার কখনোই মরে না !
আমি তোমাদেরই নেতা !
জাতে মাতাল তবে তালে সেয়ানা !!!
একটাই লক্ষ্য আমার ঐ ক্ষমতার গদি !
বয়ে যাক না মাঝখানে রক্তেরই নদী !
তাতে আমার বাপের কি !
আসল কথা পেতে হবে আমার ক্ষমতা !
এই অভাগা দেশে আমিই তোমাদের মহান নেতা !!!!