Top today
নেতা
তায়রে নায়রে বন্ধুরে
কোমবা খাইল ইঁন্দুরে
নেতা খাইল দেশ
মজা দেখছি বেশ !
দেশের লাগি দিচ্ছে প্রাণ
শুঁইয়ে বসে নিচ্ছে ঘ্রাণ
সতেজ রক্ত লাশের
তেরটা বাজল দেশের ।
গরম করছে নিউজ পেপার
নেতা নামে যত চোর বাটপার
টিভি চ্যালেনও ফাটিয়ে দিচ্ছে
অর্থ কড়ি সব লুটিয়ে খাচ্ছে ।
কত মিথ্যে বচন স্বরে
তায়রে নায়রে বন্ধুরে ।