Top today
ওরা এমনই তয়
(গুরু সৈয়দ শামসুল হক, আমায় ক্ষমা করো)
আমি কার কাছে গিয়া জিগামু তারা কষ্ট দ্যায় ক্যান,
ক্যান এত বেফাস কথা কয়, ক্যান চোখ ফিরাইয়া নেয়
দেশের মানুষকে তারা ক্যান এত যন্ত্রণা দেয়?
অথচ ক্ষমতায় যাওয়ার আগে আমি তাদের আছিলাম ধ্যান ।
আছিলাম রাজপথে তাদের বংশীরাজ,
তপ্ত রোদ্দের ছায়ার মতো পরানের গহীন ভিতরে,
এখন ক্ষুব্দ লীগ-দল-জামাত ক্ষণে ক্ষণে যুদ্ব করে,
এখন দেশজোড়া তাদের অলক্ষী প্রতিচ্ছবি ।
রাজনৈতিকরা এমন ভাবে পাল্টাইয়া যায়, ক্যান যায়?
ওরা এতো নিষ্ঠুর হয়, কিভাবে আবার?
দেশের সেবক ক্যান দেশটারে চেটেপুটে খায় ?
চেনা জানা মানুষগুলো হয় ক্যান অচেনা বারবার?
ওরা এমনই তয়, একবার ক্ষমতার স্বাদ পাইবার পর,
মানুষগুলোকে আর মানুষ না মনে হয়।