Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

এক বা অসংখ্য বৃদ্ধ আঙ্গুলের গল্প

: | : ৩০/১২/২০১৩

একটি বৃদ্ধ আঙ্গুলের ছায়া পড়েছে অন্তিম দিগন্তে
দীর্ঘ আমলনামায় সমুদ্রের জলরাশি।
ছুটে চলা সময়ের স্তব্ধ জনপদ
ঠিকানাহীন বিধ্বস্ত নীলিমা
সংজ্ঞাহীন উদারতা অথচ কী দুর্ভাগ্য!
শ্যাওলা ধরেছে ধসে পড়েছে
শত বছরের পুরনো শরীর
ফাটা দেয়াল অবহেলার নির্মম স্মরক
এক বা অসংখ্য বৃদ্ধ আঙ্গুল
জঞ্জালে মোড়ানো মেয়াদ উত্তীর্ণ বস্তু ।

ইতিহাস কখনও কখনও ভুলে যায়
ত্যাগ কষ্ট হাহাকার দীর্ঘশ্বাসের গল্পগুলো
কুটি কুটি করে জলে ভিজিয়ে খায়
বিবেক ভালোবাসার অনেক ঊর্ধ্বে উঠে।
জীবন মানে অপূর্ণতার গল্প
জীবন মানে পূর্ণতার গল্প
এক বা অসংখ্য বৃদ্ধ আঙ্গুলের।
প্রকৃতি কী চায়? আমরা কী চাই?
বহু ব্যবধান থেকে যায় রহস্যময় পৃথিবী
রঙ্গ মঞ্চে মুগ্ধ দর্শকের হাততালি
বুঝে না বুঝে সবার একই রোগ
নিয়তির গোলক ধাঁধায় অনেক জটিল প্রশ্ন
কেন এমন হয়?কে জানে জীবনের মানে?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top