Today 15 Dec 2025
Top today
Welcome to cholontika

সম্ভাবনা আছে

: | : ০১/০১/২০১৪

সম্ভাবনা আছে

নুরুজ্জামান মাহ্‌দি

দুলকি চালে চলছে সময়

সম্ভাবনা দেখছি না

 

দেখব কি ভাই সামনে তো আর

কোন কিছুই স্বচ্ছ না

 

সম্ভাবনা কড়া নাড়ে

দরজাটুকুই খুলছি না

 

পাশের ঘরে চেষ্টা করে

পাশ কাটিয়ে পগাড় পার

 

দুঃখ করে গুমড়ে মরে

কে হবে তার সহায় আর

 

ক্লান্ত শরীর এলিয়ে দেয়

বারান্দাতে এসে আমার

 

আমি এসে উঁকি দিয়ে

দেখি সে আছে কিনা

 

বাইরে থেকে হাক দেয় সে

আমি কিন্তু ভাগছি না

তোমাতেই তো ধরা দেব

অন্য যারা নেবে না

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

Comments are closed.

go_top