Top today
বিজয়ের মাস
বিজয়ের মাস
বিজয় বলো বিজয় বলো
কিসের সেই বিজয়?
বিজয়ের এই মাসেই মোরা
এই দেশ করেছি জয়।
আমার ভূমে আমারই বাড়ি
আমারই বসত ঘর
সেই ঘরে ঘুমাতে গেলেও
চাঁদা চায় এসে পর।
অধীন থেকে স্বাধীন হলাম
মুক্ত হলাম সবে,
চাঁদা বাজদের থেকে মাগো
মুক্ত হবো কবে।
উঠতে চাঁদা বসতে চাঁদা
চায় চাঁদা দাফনে
মোর অধিকার কাড়ে যে জন
মোড় তাকে কাফনে। ।