Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বাগতম ২০১৪ !!!

: | : ৩১/১২/২০১৩

‘কালের যাত্রার ধ্বনি কি শুনিতে পাও?

তারি রথ নিত্যই উধাও।

জাগাইছে অন্তরীক্ষে হৃদয় স্পন্দন

বক্ষফাটা তারার ক্রন্দন।’

 

পুরনো দিনের সব স্মৃতি পেছনে ফেলে আমরা পা রাখছি নতুন দিনের উঠানে। কেমন করে যে একটি বছরের ১২টি মাস, ছয়টি ঋতু, ৫২ সপ্তাহ, ৩৬৫ দিন, আট হাজার ৭৬০ ঘন্টা, ৫ লাখ ২৫ হাজার ৬০০ মিনিট এবং তিন কোটি ১৫ লাখ ৩৬ হাজার সেকেন্ড পেরিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল টেরই পাওয়া গেল না।

 

বিদায়লগ্নে উন্মুখ হয়ে আছি অজানা, অচেনা, অনাগত চির নতুনের আহ্বানে। ডুবে যাক যত গ্লানি, মুছে যাক যত জরা, অক্ষয় হয়ে থাকুক, যেটুকু আনন্দ, যেটুকু মধুর স্মৃতি, বিস্মৃতি হোক বেদনা, জীর্ণতা, শীতের শীর্ণতায় নিশ্চিহ্ন হয়ে উজ্জীবিত হোক, প্রত্যাশাপূর্ণ জীবনের প্রতি উচ্ছ্বল হাতছানি। এই কামনায় নতুন বছরকে স্বাগত। বিদায়ী বছরটি সাড়ে ১৬ কোটি মানুষের জীবনকে নানাভাবে আন্দোলিত করেছে। প্রাপ্তি অপ্রাপ্তির নিরিখে সোনালি ফসল, অন্যদিকে অতৃপ্তের শীর্ণ ঝরাপাতার, রিক্ততার আর্তি। সঙ্কটের ঘূর্ণাবর্তেই বছর চলে গেছে, নিয়ে গেছে সবার আশা, উদ্দীপনার দিন। যেখানে শুধু বঞ্চনা নয়, নৈরাশ্য নয়, যেখানে থাকবে প্রাণের স্পন্দন, পরম শান্তি। ভালোভাবে বেঁচে থাকার জন্য যত চাওয়া-পাওয়া, নতুন মানেই অজানা, অচেনা ভবিষ্যত্ জীবনের প্রতি আন্তরিক হাতছানি। পেছনের যত ভুলভ্রান্তি পঙ্কিলতার আবর্তকে জয় করে সৌন্দর্যময় জীবনকে অর্থবহ করতে চাওয়াই নতুনের সূচনা। হতাশা, বঞ্চনা, বেদনা, অপ্রাপ্তি সবকিছু মিলিয়ে ভবিষ্যত্ জীবনের ডালি যেন পরম পাওয়ার আশায় উদ্বেলিত হোক।

 

 

গত এক বছরে কি হারিয়েছি সেটা হিসাব না করে আমাদের উচিত গত বছর কি পাইনি, কেন পাইনি এটা হিসাব করা । গত বছর অনেক কিছু না পাওয়ার জন্য আমার দায় কতটুকু সেটা নিরুপন করে সামনের দিকে তাকানো উচিত ।আমাদের উচিত ভাগ্যের দোষ না দিয়ে সততার সাথে কাজ করা । এখন-ই ভাবতে হবে ২০১৪ সালে আমারা কি চাই । আগামি বছরে যা অর্জন করতে চাই তার একটা তালিকা এখন-ই তৈরি করে ফেলতে হবে । মনে রাখতে হবে পরিকল্পনা ছাড়া কোন কাজ-ই সম্ভব নয় ।তাই তালিকা ধরে পরিকল্পনা করে সামনের দিকে এগোতে হবে ।

 

২০১৪ শেষে চলন্তিকা সাহিত্য ব্লগের লক্ষ্যমাত্রা করা হল –
১। ১০০০+ লেখক
২। ১০,০০০+ লেখা
৩। ১,০০,০০০+ মন্তব্য
৪। ফেসবুক পেজে ১২৫০+ সদস্য
৫। দ্বিমাসিক পত্রিকা বের করা

 

 

অতীতের একেকটি ঘটনা—ঘটনা নয়। অঘটন সাধারণ মানুষকে ক্রুদ্ধ ও ব্যথিত করেছে। মানুষের সর্বাঙ্গে যেন অবিশ্বাস ছড়িয়ে পড়েছে। অথচ মানুষ অনেক আশা-উদ্দীপনা নিয়ে নতুনভাবে বাঁচার প্রেরণা খোঁজে। দেশের আইনশৃঙ্খলা সঠিকভাবে চলছে না। সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী বলে মনে হয়। সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা, কিন্তু সে দায়িত্ব কি যথাযথভাবে পালন হচ্ছে? দেখা যায় নিরীহ মানুষ মারা পড়ছে অসহিষ্ণু জনগণের হাতে। নিষ্ঠুরতার মূল্য দিতে হচ্ছে আমাদের ছা’পোষা মানুষকে। এই কি সেই দেশ। এরই নাম কি বিজয়? মানুষ ভুলে গেছে শাশ্বত সত্যকে, যে কষ্টার্জিতভাবে অর্জিত হয়েছিল এই সোনার দেশ, তার সঠিক মূল্যায়ন হোক। নতুনের ডাকে জেগে উঠুক নতুন স্বপ্ন।

নতুনকে আবাহন সবসময়ের জন্য আনন্দের। কিন্তু এর মধ্যে পুরাতনের জন্য অশ্রুসজল বিদায় থেকে যায় তাই কবির ভাষায়—

‘দুঃখ সুখ দিয়েছ ভরিয়া বুক,

চিরকাল স্মরণ,

যাহা কিছু লয়ে গেলে সাথে,

তোমারি করিনু সমর্পণ।

 

নতুন বছর শুরু হবার আনন্দে আত্মহারা হয়ে সবাই কত কিছুইনা করছে “থার্টি ফার্স্ট নাইট” নামক এই রাতটিতে। নাচ-গান থেকে শুরু করে নারী ও মদ্য পান এমন কোন নোংরামি কাজ নাই যা করা হয় না।  নতুন বছর শুরু হবার আনন্দে আত্মহারা হওয়ার চাইতে সবার কষ্টটাই বেশী পাওয়ার কথা ছিল। কারন নতুন বছর ২০১৪ কে স্বাগতম জানালাম তার অর্থ আমাদের জীবনের মোট আয়ু থেকে একটা বছর শেষ হয়ে গেলো। আমাদের আরও বেশী কর্ম সম্পাদন করে আমাদের আসছে সময়কে আরও অর্থবহ করতে হবে। যেন মৃত্যুর সময় আমাদের কোন আক্ষেপ না থাকে। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেনঃ “প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।” [সুরা আম্বিয়াঃ-৩৫] তিনি আরও বলেনঃ “তোমরা যেখানেই থাকনা কেন মৃত্যু তোমাদের গ্রাস করবেই।” [সুরা নিসাঃ৭৮]

আল্লাহ্‌ তায়ালা পবিত্র কুরআনে আরও ইরশাদ করেনঃ “যেসব মানুষ পরকালের বিনিময়ে এ পার্থিব জীবন ও এর সুখ-স্বাচ্ছন্দ্য বিক্রি করে দিয়েছে, সেসব মানুষের উচিৎ আল্লাহ্‌র পথে লড়াই করা। কারণ যে আল্লাহ্‌র পথে লড়াই করবে, যে এ পথে জীবন বিলিয়ে দেবে কিংবা বিজয় লাভ করবে, অচিরেই আমি তাকে বিরাট পুরস্কার দিবো” [সূরা আন নিসা, আয়াত- ৭৪]

আসুন বন্ধুরা আমাদের জীবনের বাকী সময়টাকে আরও বেশী কর্মময় করে তুলি।  মহান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, হেদায়েত দান করুন এবং মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যু দান করুন।

সবাইকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের সবাইকে আগের বছর গুলোর চাইতে ভাল রাখুন, সুস্থ রাখুন।

সবাইকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের সবাইকে আগের বছর গুলোর চাইতে ভাল রাখুন, সুস্থ রাখুন।

শুভ নববর্ষ।

স্বাগতম ২০১৪ । 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top