Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ভালোবাসার এস এম এস ছড়া

: | : ৩১/১২/২০১৩

(১)
রাত্রি এলে,ঘুম না পেলে
তবুও চোখ বুজি
একলা খাটে,নিঝুম রাতে
তোমায় শুধু খূঁজি।
(২)
কাঁদতে গিয়ে চোখের জলে
ভিজিয়ে দিলাম গাল
সুখে থাকো সারাজীবন
চাইবো চিরকাল।
(৩)
তোমার সাথে নাইবা হলো
আমার জীবন গাঁথা
জানবে না কেউ আমার বুকে
জমে থাকা ব্যথা।
(৪)
ইচ্ছে হলেই তোমার কাছে
যায়না ছুটে যাওয়া
এত কাছে তবু তুমি
হয়না কাছে পাওয়া।
(৫)
শিশির ভেজা শিউলী ফুল
নেবো আমি ডালায় তুলে
গাঁথবো মালা দেবো গলে
যাবিনাকো আমায় ফেলে।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top