Top today
সংকটে সংলাপ
সংকটের আবর্তে
ঘুড়ছে দেশটা
বিপর্যয় ঠেকাতে
নাই কারো চেষ্টা।
একে-অন্যের দোষারোপ
একী খেলা ভয়ন্কর !
সংলাপের আওয়াজ কি
দুষ্টচক্রের শুভঙ্কর ?
তবু চাই সংলাপ
সংকটে সংলাপ।
সংকটের অংকটা
কষবে কে?
দুই নেত্রীর সংলাপে
সমাধান হবে যে !