Top today
সাদর আমন্ত্রণ
চলে গেলো পুরনো বছর
সামনে জানো কে?
নতুন বছর আসছে যে ভাই
বরণ করবে ক?
চলে গেলো অনেক স্মৃতি
সামনে আসবে কি?
সামনে আগাও দেখবে যে সব
ভয় পাও নাকি?
যতই লাগুক দুঃখ-ব্যথা
বিষাদ ভরা মন
নতুন বছরকে জানাই মোরা
সাদর আমন্ত্রণ।