Top today
মন খারাপ দিনের ছুটি…..
বাসলে ভালো বাসুক
চাইলে কাছে আসুক
ভাবতে চাইলে আমায় নিয়ে
মনটা দাও আমায় দিয়ে
উড়তে যদি চাও
সুদূরে নিয়ে যাও;
ভাসতে চাইলে দুজন মিলে
ডিঙ্গি করে চল দুরের ঝিলে;
বাস ভাল; কাছে আস
নীলে উড়ো; মেঘে ভাস,
জলে ভিজাও; সুদূরে আমায় নিয়ে হারাও,
দুরে নয়; কাছে এসে হাত দুটি বাড়াও।
মন খারাপের দিন তোমায় দিলাম ছুটি
এক হলো যে আজ মন দুটি;
ভালবাসাবাসির দিনে বন্ধু রইল নিমন্ত্রণ
অবুঝ এই মনটিকে নিয়ে নাও আজ তোমার নিয়ন্ত্রণ।