থার্টি ফার্স্ট
থার্টি ফার্স্ট রজনী আসে পূর্ণরুপে
সেঁজে কারো ফুর্তির লাগি
যত নেশার সামগ্রী ও ললনার সঙ্গে
কাটে সারা নিশি জাগি ।
শত কু কর্মের পরিকল্পনা
হয়ে রয় এ রাতিকে ঘিরে
মাতাল চিত্তে হাবু ডুবু খায়
পার্থিব নরক পুকুরে ।
আমোদ ফুর্তি ঢেলে দিতে ফিরে ফিরে
আসে এই দিন ওরা কয়
সর্বস্ব দিয়ে মেতে ওঠে বিভোর হয়ে
কভু করেনা অপচয় ।
অনৈতিক আর চারিত্রিক অবক্ষয়ে
বিদায় করে একটি বছর
কি পেল আর কি পেলনা হায় ! তাদের
হৃদয় নেই কভু সে খবর ।
ওরা নির্বোধ পাপিষ্ট বেহিসেবি মানুষ
মৃত্যুর পানে এক পা বাড়াল আছে কি হুস ?
বরাদ্ধ হায়াতের একটি বছর হলো শেষ
গত সনের পাপ পূণ্যের করেনি হিসেব লেশ ।
কত ভাল কার্য রয়ে গেছে বাকি
কত পাওনাদারকে দিয়েছে ফাঁকি
যত মন্দ কর্ম ভাবনা দূরে ঠেলে
কর সত্ কার্যের পরিকল্পনা ;
একাল বালু গৃহ সর্বদা রাখ খেয়ালে
ক্ষণে ক্ষণে কর সেকাল ভাবনা ।
তবে জীবন হবে সুন্দর নিষ্পাপ
শুধু মহত্ কামে ছুটবে মন
স্বার্থ লোভ অহমিকা হিংসা ভুলে হবে
সুবাসিত পুষ্পের মতন ।
(সংক্ষেপিত)