Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ক্ষমা অথবা আপনাদের গনতন্ত্র ।

: | : ৩১/১২/২০১৩

আমার মাঝে আলসেমীর কমতি নেই ।  জগতের সকল আলসেমী আমাকে বেশ টানে । এমন এমন অনেক আলসেমী আমার আছে যা শুনলে আপনি হাসবেন । আপনাকে হাসানোর ইচ্ছে আমার নেই । সুতরাং আমি ইউটার্ন নিয়ে অন্য প্রসঙ্গে যাই । জগত রাজ্যের সকল আলসেমী আমাকে ভর করলেও এক জায়গায় আমি চূড়ান্ত ক্রিয়াশীল । টিভির রিমোর্ট হাতে পেলেই মিনিটে গুলা পঞ্চাশেক চ্যানেল চূড়ান্ত মনোযোগ দিয়ে দেখে ফেলি । যতক্ষন টিভির সামনে থাকি ততক্ষন বেচারা রিমোর্টের উপর যে মাত্রার অত্যাচার করি তাতে দর্শক হিসেবে আমার যোগ্যতা অবধারিতভাবে প্রশ্নের মুখে পড়ে যাওয়ার কথা । আমি বিরাট ভাগ্যবান, এখনো আমাকে বাদী বিবাদীর আদালতে দাঁড়াতে হয়নি ।

 

কিছুদিন আগে vodaphone এর একখানা বিজ্ঞাপন দেখেছিলাম । বিজ্ঞাপনের স্লোগানটা ছিল change is good. বিষয়খানা অতিরিক্ত খারাপ না । অবশ্য তৎকালে এর ভালো মন্দ আমার মতো মূর্খের মাথায় আসেনি । আজ বহুদিন পর বুঝলাম পরিবর্তনের বাতুলতা আছে বৈকি । না হয় এভাবে’তো আর গোপালগঞ্জের নাম পরিবর্তনের কথা আসেনি ।

 

জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করতে নাকি অনেক টাকার মায়া আমাদের সাঙ্গ করতে হয়েছে । আমরা কৃপন জাতি । তার উপর নিত্য টানাটানি । এমন সময়ে যদি পরিবর্তনের বাড়তি খরচ এসেই যায় তবে অনুরোধ রাখবো যথাসম্ভব কৃপনতার সহিত পরিবর্তন কার্য সমাপ্ত পূর্বক আমাদেরকে কিঞ্চিত বস্ত্র সহিত বাঁচবার সুযোগ দিতে । বাবা মায়ের ভুল আবেগে জগতে এসে যে অন্যায় করেছি তাতে এরচেয়ে বড় দাবী রাখা আমাদের অন্যায় ।

 

পারলে ক্ষমা করবেন । না হয় আপনাদের তৈরী গনতন্ত্রের পথ’তো উমুক্তই রইল ।

 

 

………………নিঃশব্দ নাগরিক ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top